Firefox Hello তে আপনার কন্ট্যাক্টস তালিকা তৈরি ও পরিচালনা করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox Hello'এর Accounts Mode এর মাধ্যমে আপনি কন্ট্যাক্টস তালিকা তৈরি ও পরিচালনা করতে পারবেন এবং সরাসরি কল করতে পারবেন আপনার প্রিয় ব্যক্তিদেরকে।

কনট্যাক্টস যোগ করা এবং পরিচালনা

  1. Hello বাটন hello button ক্লিক করুন। (বাটন দেখতে পাচ্ছেন না? Firefox Hello বাটনটি কোথায়? নিবন্ধটিতে যান)
  2. Sign In or Sign up ক্লিক করুন এবং ধাপসমূহ অনুসরণ করে Firefox অ্যাকাউন্ট তৈরি করুন।
  3. সাইন ইনের পড় কন্ট্যাক্টস ট্যাবে ক্লিক করে আপনার তালিকা দেখুন।
    contacts tab hello
  4. New Contact ক্লিক করে আলাদা ভাবে কন্ট্যাক্টস যোগ করুন অথবা Import ক্লিক করে Google কন্ট্যাক্টস যোগ করুন।
  5. কোন কন্ট্যাক্ট সম্পাদনা করতে, বাধা দিতে বা মুছে ফেলতে তাদের নামের পাশের সবুজ বাটনের উপরে তীর-চিহ্নে ক্লিক করুন এবং আপনার কাঙ্খিত বিকল্প বাছাই করুন।
manage hello contacts

একটি ভিডিও বা মৌখিক আলাপচারিতা চালু করতে

আপনার কন্ট্যাক্টস তালিকার কাউকে কল করতে তাদের নামের নামের পাশের কল বাটনে ক্লিক করুন অথবা ড্রপ-ডাউন তালিকায় ক্লিক করে ভিডিও বা ভয়েস কল বাছাই করুন।

hello call contact
সরাসরি কল পেতেও একটি Firefox Account দরকার। Firefox Accounts সম্পর্কে আরো জানতে দেখুন Access Mozilla Services with a Firefox Account

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন