গুরুত্বপূর্ণ: Sync এর জন্য সর্বশেষ ফায়ারফক্স সংস্করণ প্রয়োজন। নিশ্চিত করুন আপনার যে কোনো কম্পিউটারে অথবা এন্ড্রয়েডে ফায়ারফক্স আপডেটেড কিনা। তারপর, যদি প্রয়োজন হয়, সিঙ্ক হালনাগাদ করুন।
এই নিবন্ধটি আপনার ফায়ারফক্স ফায়ারফক্স সিঙ্কএ দ্বিতীয় একটি ডিভাইস (কম্পিউটার, এড্রয়েড ফোন অথবা এন্ড্রয়েড ট্যাবলেট) যুক্ত করার উপায় বর্ননা করবে।
ফায়ারফক্স সিঙ্কে একটি ডিভাইস যুক্ত করতে হলে প্রথমে আপনার একটি সিঙ্ক একাউন্ট থাকতে হবে। আপনার যদি একাউন্ট না থাকে তবে কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? দেখুন।
সূচীপত্র
কিভাবে আমি ডিভাইস যুক্ত করবো?
নিচের ধাপগুলো আপনার যে কম্পিউটারে সিঙ্ক একাউন্ট আছে সেটার ফায়ারফক্সে করুন।
- যে ডিভাইসে আপনি সংযুক্ত করতে চান, সেখানে Firefox চালু করুন এবং "new FX Menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনে ক্লিক করুন।
- মেনুর নিচে বাটনে ক্লিক করুন।
- এ যে প্যানেলটি খুলবে, সেখানে বাটনে ক্লিক করুন।
- সাইন ইন পেইজে অন্য ডিভাইসে ব্যবহৃত ইমেইল এর ঠিকানা এবং পাসওয়ার্ড দিন।
- সাইন ইন করার পরে, Firefox আপনার তথ্য সিঙ্ক করতে শুরু করবে। এখন আপনি সম্পূর্ণ তৈরি!
কিভাবে আমি একটি ডিভাইস যুক্ত করবো যখন আমি আমার কম্পিউটারের আশেপাশে নেই?
এই ধাপগুলো আপনি যে ডিভাইসে ফায়ারফক্স সিঙ্ক যুক্ত করতে চান তাতে করুন।
আপনি যদি আপনার কম্পিউটারের পাশে না থাকেন এবং ফায়ারফক্স সিঙ্ক করতে চান তবে আপনি কোডটি টাইপ করেই তা করতে পারেন। এছাড়াও আপনি আপনার একাউন্টের তথ্য প্রদানের মাধ্যমেও এটি করতে পারেন।
একটি এন্ড্রয়েড অথবা ম্যামো ডিভাইস যুক্ত করুন
এই ধাপগুলো আপনার এন্ড্রয়েড ফোনের অথবা ম্যামো ডিভাইসের ফায়ারফক্সে করুন।
- পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) এবং, পরিশেষে নির্বাচন করুন। বোতামটি চাপুন (হয়
- "Advanced setup..." লিঙ্ক চাপুন।
- অতঃপর আপনার একাউন্ট নাম (ইমেইল ঠিকানা), পাসওয়ার্ড, রিকোভারী কী লিখুন এবং
অন্য একটি কম্পিউটার যুক্ত করুন
এই ধাপগুলো আপনি যেই কম্পিউটার যুক্ত করতে চান সেটির ফায়ারফক্সে করুন।
বাটনে ক্লিক করুন। - বাটনে ক্লিক করুন।
- আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিন এবং বাটনে ক্লিক করুন।
- আপনার সিঙ্ক Key দিন এবং বাটনে ক্লিক করুন। আপনার সিঙ্ক কী একটি দীর্ঘ অক্ষরের সমষ্টি যা আপনি সিঙ্ক একাউন্ট তৈরি করার সময় আপনার জন্য তৈরি করা হয়েছিলো। আপনি এটি নিম্নোক্ত নির্দেশনার মাধ্যমে অনুসন্ধান করতে পারেন Where can I find my Sync Key?আপনার রিকভারি কী একটি দীর্ঘ অক্ষরের সমষ্টি যা আপনি সিঙ্ক একাউন্ট তৈরি করার সময় আপনার জন্য তৈরি করা হয়েছিলো। আপনি এটি নিম্নোক্ত নির্দেশনার মাধ্যমে অনুসন্ধান করতে পারেন Where can I find my Recovery Key?
- Setup Complete নামের একটি পর্দা আসবে। কম্পিউটার সিঙ্ক একাউন্টে সংযোগ করতে বাটনে ক্লিক করুন।
- ফায়ারফক্স উইন্ডো এর উপরে, বাটনে ক্লিক করুন এবং মেনুতে ক্লিক করুন বাছাই করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ চালু হবে।
- এ ক্লিক করুন।
- যেহেতু আপনি সিঙ্ক সেটাপ হওয়া ডিভাইসের সামনে নেই, সেহেতু I don't have the device with me লিঙ্কে ক্লিক করুন।
- সিঙ্ক একাউন্টে সাইন-ইন করুন:
- আপনার ইমেইল এড্রেস দিন
- আপনার পাসওয়ার্ড দিন
- আপনার Recovery Key দিন
- এরপর বাটনে ক্লিক করুন
- Setup Complete নামের একটি পর্দা আসবে। ডিভাইসে সিঙ্ক একাউন্টে সংযোগ করা সম্পন্ন করতে বাটনে ক্লিক করুন।
- মেনুবার থেকে, মেনুতে ক্লিক করুন এবং বাছাই করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ চালু হবে।
- এ ক্লিক করুন।
- যেহেতু আপনি সিঙ্ক সেটাপ হওয়া ডিভাইসের সামনে নেই, সেহেতু I don't have the device with me লিঙ্কে ক্লিক করুন।
- সিঙ্ক একাউন্টে সাইন-ইন করুন:
- আপনার ইমেইল এড্রেস দিন
- আপনার পাসওয়ার্ড দিন
- আপনার Recovery Key দিন
- বাটনে ক্লিক করুন
- Setup Complete নামের একটি পর্দা আসবে। ডিভাইসে সিঙ্ক একাউন্টে সংযোগ করা সম্পন্ন করতে বাটনে ক্লিক করুন।
- ফায়ারফক্স উইন্ডো এর উপরে, মেনুতে ক্লিক করুন এবং বাছাই করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ চালু হবে।
- এ ক্লিক করুন।
- যেহেতু আপনি সিঙ্ক সেটাপ হওয়া ডিভাইসের সামনে নেই, সেহেতু I don't have the device with me লিঙ্কে ক্লিক করুন।
- সিঙ্ক একাউন্টে সাইন-ইন করুন:
- আপনার ইমেইল এড্রেস দিন
- আপনার পাসওয়ার্ড দিন
- আপনার Recovery Key দিন
- এরপর বাটনে ক্লিক করুন
- Setup Complete নামের একটি পর্দা আসবে। ডিভাইসে সিঙ্ক একাউন্টে সংযোগ করা সম্পন্ন করতে বাটনে ক্লিক করুন।